প্রত্যেকটি দেশের আয়তনের প্রায় ২৫% এর মতো বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে তার পরিমান ১০% এরও কম। প্রতি বছর-ই এর পরিমান কমে যাচ্ছে। ফলে আমাদের দেশে পরিবেশ বিপর্যয় যেমন দিন দিন মারাত্মক আকার ধারণ করছে তেমনি আমাদের শরীরে ভিটামিন এর অভাবে নানা ধরনের রোগ জীবানু আক্রমন করে শরীরের মারাত্মক ক্ষতি সাধন করছে। জনসংখা বৃদ্ধির চাপে প্রতিনিয়ত আমাদের জমির চাহিদা বৃদ্ধি পাচ্ছে, যেখানে সেখানে গড়ে উঠছে বাড়িঘর, কলকারখানা, রাস্তাঘাট ফলে দিন দিন কমে যাচ্ছে আবাদী জমির পরিমান। আমাদের কৃষক ভাইএরা ও আয়ের তুলনায় খরচ বেড়ে যাওয়ায় কৃষি কাজে হারিয়ে ফেলছেন মনোযোগ। তাছাড়াও বিষাক্ত কীটনাশক, ফরমালিন ও অন্যান্য রাসাযনিক পদার্থের ব্যবহারের কারণে শাকসব্জি ও ফলমূল খাওয়াহয়ে উঠেছে বিপদজনক। কিন্তু একটু চেষ্টা করলেই আমরা এই বিপর্যয় থেকে নিজেদের রক্ষা করতে পারি।আমরা চাইলেই আমাদের বাড়িতে পরে থাকা আঙ্গিনা, ছাদ ও অব্যবহৃত ছোট ছোট জায়গা গুলোতে নিত্য প্রয়োজনীয় শাকসব্জি ও ফলমূল চাষ করে অনায়াসে নিজের দৈনন্দিন চাহিদা এবং চাইলে বারতি আয়ের উত্স হিসেবে ব্যবহার করতে পারি।
আমার এই সাইটটিতে আমি আপনাদের শিখাব কিভাবে আপনি অতি সহজে অনায়াসেই করে তুলতে পারেন একটি শখের বাগান বা পাশপাশি করতে পারেন বাড়তি ইনকাম বা বাঁচাতে পারেন অর্থ বা নিজেই বাঁচতে পারেন ভয়ানক কীটনাশক এর হাত হতে। আসলে ব্যাপারটি হল কে কিভাবে জিনিসটি নিচ্ছেন তার উপর। একটিবার ভাবুন আপনাকে এই কাজে উদ্বুদ্ধ করে আমার কি লাভ? হয়ত ভাবা শুরু করেছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না। আসলেই কোন লাভ নেই।লাভ আপনারই কারন আপনার পরিবেশ ভাল থাকবে পাশাপাশি আপনার পরিবারের মানুষজনই এতে উপকৃত হবে।স্কুল বা অফিসে যা্ওয়ার আগে একটু আধঘন্টা আগে উঠুন কিংবা প্রতিদিন থেকে মাত্র আধঘন্টা সময বের করে নিন। মনে রাখুন আপনার আমার সবার জন্যই কিন্তু সময় 24 ঘন্টাই।সুতরাং দেরি না করে আজই শুরু করুন। হয়তোবা এটিই হতে পারে আপনার ভবিষ্যৎ লাইফ ইন্সুরেন্স।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন